মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

How to Make Money Scalelab Bangla Tutorial Part 1

বন্ধুরা তোমাদের কিছু ধারনা দেওয়ার জন্য প্রথম টিউটোরিয়ল দিলাম। তোমরা কমেন্ট করে জানাবে কে কে ইউটিউব থেকে ইনকাম করতে চাও। আমি পরবর্তী টিউটোরিয়াল এস্টেপ বাই এস্টেপ আপলোড করবো। তোমাদের কনফিডেন্স দেখার পর বুঝতে পারবো, কে কে কাজ করতে পারবে। আর অনেকে ভাবে অনলাইনে কাজ করাটা খুব কঠিন, আসলে সেই রকম কিছু না। আমার কাছে কঠিন বলতে কিছু নাই, যদি আমার মতো আপনাদেরও কাছে সফটয়্যার থাকে, তাহলে আপনিও পারবেন অনলাইনে ইনকাম করতে। এখন প্রস্তুত নেন কে কে কাজ করবেন, আপনাদের কাজ শিখানোর পিছে আমার কোন সার্থ নেই। যদি মনে করেন, সার্থ নিয়ে আমি পরে আছি, তবে আজি গ্রুপ থেকে চলে যান। আমার মন মানসিকতা অন্ন্যদের মতো না। যখন দেখবেন, আপনার দিব্বি ইনকাম হচ্ছে, ঠিক তখনি বুঝতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷